সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | পাহাড় পর্যটনে খুশির খবর, টয় ট্রেনে চড়েই  ফের যেতে পারবেন নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং

Riya Patra | ১৭ নভেম্বর ২০২৪ ১৩ : ৩৮Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: পাহাড় পর্যটন আর টয় ট্রেন জড়িয়ে একে অন্যের সঙ্গে। পাহাড়ে গিয়ে ট্রয় ট্রেনে না চড়লে, যেন অসম্পূর্ণ পর্যটন। এবার সেই খেদ আর থাকছে না। খুশির খবর। দীর্ঘ প্রায় সাড়ে চার মাস পর চালু হল নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং গামী টয়ট্রেন। সবুজ পতাকা নাড়িয়ে টয়ট্রেনের যাত্রার সূচনা করলেন রেলের ডিআরএম সহ আধিকারিকরা। দীর্ঘ প্রায় চার মাস পর টয়ট্রেন চালু হওয়ায় খুশি রেল ও পর্যটন মহল। 

 

ট্রয় ট্রেন বন্ধ থাকায় পর্যটকরা হতাশ হচ্ছিলেন, সেই সঙ্গে পর্যটন ব্যবসায় খানিকটা ক্ষতিও হচ্ছিল বলে মত ওয়াকিবহাল মহলের। দার্জিলিং বেড়াতে যাচ্ছেন কিন্তু ট্রয় ট্রেন নেই এটা ভেবেই অনেক পর্যটক দার্জিলিং থেকে মুখ ফিরিয়ে সিকিম বা অন্যত্র ট্যুর প্ল্যান করতেন। কিন্তু এখন সেই সমস্যার নিরসন ঘটল। ট্রয় ট্রেনের যাত্রা শুরু করে রেলের কাঠিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, কয়েক মাস ট্রয়ট্রেন বন্ধ ছিল। এই সময়ে রেললাইনের সংস্কার হয়েছে, ফলে দুর্ঘটনার কোনও সম্ভবনা নেই। এছাড়াও বৃষ্টির মরশুম না থাকায় পাহাড়ে ধসের সেরকম সম্ভাবনা নেই বলে জানান তিনি। 

 

রবিবার সকাল ১০টা নাগাদ দেশ-বিদেশের পর্যটক সহ মোট ৩৫ জন যাত্রী নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। বিকেল প্রায় ৫টা নাগাদ দার্জিলিংয়ে পৌঁছাবে।

 

 দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই পদক্ষেপে খুশি পর্যটকরা।

সুদূর অস্ট্রেলিয়া থেকে দার্জিলিংয়ে বেড়াতে এসেছেন হেনা মারিয়া, ব্রেইনার মতো ভ্রমণপ্রেমীরা। হেনা বলেন, ‘এতদিন দার্জিলিংয়ের টাইগার হিল সম্বন্ধে শুধু জানতাম। এবারে সেটি চাক্ষুষ করতে এসেছি।’ গাজিয়াবাদ থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা রিটা রানা বলেন, ‘বেশ কয়েক মাস আগে টয়ট্রেনের টিকিট করা ছিল। তবে আশঙ্কা ছিল শেষ পর্যন্ত খেলনা গাড়িতে চড়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারব কিনা।’ 

 

পাহাড়ি রাস্তায় আশঙ্কা থাকে ধসের, তিনি বলছেন ‘মাঝেমধ্যেই শুনি পাহাড়ের রাস্তায় ধসের কারণে ট্রেন বন্ধ থাকে। বহুবার খবরে জেনেছি দুর্ঘটনার কথা। সেই কারণেই আশঙ্কা তৈরি হয়েছিল।' যদিও এই মুহূর্তে তেমন কোনও আশঙ্কা নেই বলেই দাবি রেলের কাঠিহার ডিভিশনের ডিআরএম।


নানান খবর

নানান খবর

আইআইটি খড়গপুরের হস্টেল থেকে উদ্ধার পড়ুয়ার দেহ, পড়াশোনার চাপেই চরম পদক্ষেপ?

আজও ঝেঁপে বৃষ্টি, ১৩ জেলায় তুমুল দুর্যোগের ঘনঘটা, বজ্রপাতের সতর্কতা জারি

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া